অভিযোগ পাওয়া যাচ্ছে যে, এক শ্রেণীর প্রতারক চক্র মোবাইল ফেনে বন্দীর আত্মীয়-স্বজনকে কারাভ্যন্তরে থাকা খাওয়া, দেখা-সাক্ষাত, জামিনে মুক্তি, বন্দী স্থানান্তর এবং বন্দীর গুরুত্বর অসস্থতার মিথ্যা সংবাদ দিয়ে বিকাশের মাধ্যমে টাকা দাবী/আদায় করার চেষ্টা করছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সর্তক থাকুন। কারাগারে অবস্থানরত বন্দীর থাকা-খাওয়া, দেখা-সাক্ষাত জামিনে মুক্তি, বন্দী স্থানান্তর এবং চিকিৎসা সম্পূর্ণ সরকারী খরচে সম্পন্ন হয়। এ জন্যে বন্দীর আত্মীয়-স্বজনকে কোন টাকা-পয়সা দিতে হয় না। আপনার যে কোন প্রয়েঅজনীয় তথ্য জানতে “তথ্য ও সেবা কেন্দ্র” যোগাযোগ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস