অদ্য ১২/০২/২০২৩খ্রিঃ তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ পরিদর্শন করেন জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়। তিনি কারাভ্যন্তরের কারাশিক্ষা কার্যক্রম, কারা লাইব্রেরী, কারা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, কারা হাসপাতাল, ফোন বুথ, শরীরচর্চা কেন্দ্র, মননচর্চা কেন্দ্র, উৎপাদন বিভাগ, ফাঁসির মঞ্চ, রান্নাঘরসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন। পরিদর্শন কালে কারা মহাপরিদর্শক জনাব এ.এস.এম আনিসুল হক সহ মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।