এক নজরে
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জের মোট জমির পরিমান ১৯৪.৪১ একর। এখানে ০৩ টি কারাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। বর্তমান সরকারের সদিচ্ছায় অতিদ্রুত কাজ করার ফলে ২টি কারাগারের মধ্যে পুরুষ কারাগার-১ (কারাগারটি মোট ৩২ একর জমির উপর নির্মিত) এর কাজ সম্পন্ন হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০-০৪-২০১৬ খ্রিঃ কেরাণীগঞ্জে নতুন কারাগার উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় গত ২৯-০৭-২০১৬ খ্রিঃ তারিখ পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি ও স্টাফ নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে স্থানান্তর হয়।
২। জনবলের তথ্যাদিঃ অনুমোদিত মোট জনবল= ৯৩৩ জন।
২। বন্দীর মোট ধারণক্ষমতা =৪৫৯০ জন
৩। ধারণ ক্ষমতা অনুযায়ী বন্দী ব্যারাক ও স্টাফ কোয়াটার পর্যাপ্ত পরিমানে রয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার এর সংক্ষিপ্ত বর্ণনাঃ
সম্রাট শের-শাহ এর শাসন আমলে ঢাকার লালবাগস্থ চকবাজার এলাকায় তৈরী করা হয়েছিল আফগান দুর্গ। পরবর্তীতে মোগল শাসক সুবেদার ইসলাম খান দুর্গটিকে সংস্কার করে এর এক অংশে অফিস এবং অপর অংশে সামরিক সদর দপ্তর স্থাপন করেন। অতঃপর ১৭৮৮ সালে একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণের মাধ্যমে দুর্গটিকে কারাগারে রূপান্তরিত করে এর কার্যক্রম চালূ করা হয়, যা বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার নামে পরিচিত। ঢাকা কেন্দ্রীয় কারাগার অতি পুরাতন এবং গণবসতিপুর্ণ এলাকায় হওয়ায় ভারতের অলিপুর কারাগারে আদলে ঢাকা জেলার কেরাণীগঞ্জে ১৯৪.৪১ একর জমির উপর ০৩ টি কারাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। বর্তমান সরকারের সদিচ্ছায় অতিদ্রুত কাজ করার ফলে ২টি কারাগারের মধ্যে পুরুষ কারাগার-১ (কারাগারটি মোট ৩২ একর জমির উপর নির্মিত) এর কাজ সম্পন্ন হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০-০৪-২০১৬ খ্রিঃ কেরাণীগঞ্জে নতুন কারাগার উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় গত ২৯-০৭-২০১৬ খ্রিঃ তারিখ পুরাতন ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ কেন্দ্রীয় কারাগার থেকে বন্দি ও স্টাফ নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে স্থানান্তর হয়।